সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স সীতাকুণ্ডে ১২ ঘন্টায় ডেলিভারিতে ১০ টি বাচ্চা ( ৬ টি মেয়ে সন্তান এবং ০৪ টি ছেলে সন্তান )জন্মগ্রহণ করে। বর্তমানে মা এবং সকল বাচ্চা সুস্থ আছে ।
১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নুর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
ডা. মোহাম্মদ নুর উদ্দিন জানান, ১০ টি বাচ্চা এর মধ্যে দুইজন বাচ্চা সিজারের অপারেশন মাধ্যমে জন্মগ্রহণ এবং আর বাকি আট জন নরমাল ডেলিভারিতে জন্মগ্রহণ করে।
জানা যায়, এই কার্যক্রমে যাদের অংশগ্রহণ ছিল তারা হচ্ছে ডা. মোহাম্মদ নুর উদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর ঐকান্তি প্রচেষ্টা এবং তত্ত্বাবধানে ডা.খদিজা আক্তার পান্না এফসিপিএস গাইনীর নেতৃত্বে সহকারী সার্জন ডা জোয়াইরিয়া সুলতানা বন্যা এবং এবং সিনিয়র স্টাফ নার্স (নার্সিং সুপারভাইজার) সুষমা সরকার এবং মিডওয়াইফ রাফিন,সিনিয়র স্টাফ নার্স মেহেবুবা ,রুমা,শারমিন,ফরিদা প্রমুখ উপস্থিত ছিলেন ।