প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ
ঢাকায় কারাতে প্রতিযোগিতায় অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজ’র সাফল্য

[caption id="attachment_88956" align="aligncenter" width="1389"]
ঢাকায় কারাতে প্রতিযোগিতায় অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজ’র পদক পাওয়া কারাতেকাদের সাথে শিহান অজয় দে। ছবি - দৈনিক নয়াবাংলা[/caption]
ঢাকায় অনুষ্ঠিত ৬ষ্ট সোতোকান জাতীয় কারাতে চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় ২০২৪ চট্টগ্রাম এর অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজ’র প্রশিক্ষনার্থীরা রৌপ্য ও তাম্র পদক অর্জন সহ অংশগ্রহণ প্রত্যেকেই সনদপত্র পেয়ে সাফল্য বয়ে এনেছেন। উক্ত প্রতিযোগিতায় রৌপ্য ও তাম্র পদক প্রাপ্তরা হলেন শারমিন আক্তার ও দিয়া দে আঁখি।
কারাতে দলের প্রধান কোচ হিসেবে সার্বিক দায়িত্বে ছিলেন অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান প্রশিক্ষক জাতীয় কারাতে কোচ এন্ড রেফারি শিহান অজয় দে। টিম ম্যানেজার ছিলেন আই টি এফ সভাপতি মোঃ আলী আকবর।
উল্লেখ্য যে, বাংলাদেশে কারাতে প্রচার ও প্রসারের জন্য অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও প্রধান প্রশিক্ষক জাতীয় কারাতে কোচ এন্ড রেফারি সিহান প্রফেঃ অজয় দে কে উক্ত কারাতে প্রতিযোগিতায় ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত