প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১২:৪২ অপরাহ্ণ
ফটিকছড়িতে বৌদ্ধ ধর্মালম্বীদের ১০ দিনব্যাপী একক সদ্ধর্মদেশনা
![]()
[caption id="attachment_89078" align="aligncenter" width="2000"]
ড, এফ দীপংকর মহাথের ধূতাঙ্গ ভান্তে তার শিষ্যদের নিয়ে পিন্ডদান সংগ্রহ করার সময় দীর্ঘলাইন। ছবি - দৈনিক নয়াবাংলা[/caption]
ফটিকছড়ি দঃ ধর্মপুর ফরাঙ্গীখিল গ্রামে ড,এফ দীপংকর মহাথেরো ধূতাঙ্গ সাধক গুরু ভান্তের একক সদ্ধর্মদেশনা শুরু। এই সদ্ধর্ম দেশনা প্রতিদিন প্রায় ৪০জন শিষ্য নিয়ে ভোর সকালে পিন্ডদান ও সকাল বিকাল সদ্ধর্মদেশনা অনুষ্ঠান। একক সদ্ধর্ম দেশনায় ড,এফ দীপংকর মহাথেরো ধূতাঙ্গ সাধক বলেন, নিজের চিত্ত কে আগে পরিশুদ্ধ করতে হবে অহংকার, লোভ লালসা,মন থেকে ধুযে মুছতে হবে তাহলে হবে ধর্ম।
যত শ্রেণীর মানুষ আছে সবাই কে একমানুষ হিসেবে মনে ধারন করতে হবে ভেদাভেদের কোন চিহ্ন থাকবেনা মানুষের মাঝে। তিনি আরও বলেন, সংসার জগতে দুঃখ থাকবে বেদনা থাকবে এর মাঝে নিজ নিজ ধর্মকে মনের মাঝে লালন করাই হবে প্রকৃত অর্থে ধর্ম।
আগামী ১ লা মার্চ শুক্রবার জন্মমাস পালিত হবে উড়ানো হবে ফানুস আতশবাজিতে আলোকিত করতে নানা রকম আয়োজন করা হচ্ছে। এমন মহতী আয়োজন যারা করেছেন তারা হলেন ফরাঙ্গীখিল গ্রামের লায়ন নিপু বড়ুয়া, মাষ্টার দুলাল কান্তি বড়ুয়া, ভাগ্যধর বড়ুয়া, রতন বড়ুয়া, প্রফেসর মানিক চন্দ্র বড়ুয়া, সাংবাদিক বাচ্চু বড়ুয়া, সাগর বড়ুয়া, সৌরভ বড়ুয়া সহ ফরাঙ্গীখিল বৌদ্ধ যুব পরিষদের সকল সদস্যরা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত