
চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি গ্রামের স্থায়ী বাসিন্দা হাবিব উল্লাহ চৌধুরী’র উপর হামলা ও তার জমি জবর দখলের পায়ঁতারায় বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হাবিব উল্লাহ।
রবিবার সকালে নগরীর প্রেস ক্লাবের এস. রহমান হলে ভুক্তভোগী হাবিব উল্লাহ’র পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেকান্দর আলী।
তিনি বলেন, এলাকার চিহ্নিত চাঁদাবাজ কতিপয় সন্ত্রাসী ও তার সাঙ্গপাঙ্গরা বিভিন্ন সময় চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দেয়ায় তাদের উপর হামলা করে ওই সন্ত্রাসীগুলো। এই ব্যাপারে অভিযোগ করলে এতে মাহবুব আলী চৌধুরী গং তাদের উপর ক্ষীপ্ত হয়ে ভুক্তভোগীর বসতভিটা দখল এর উদ্দেশ্যে দলবল নিয়ে হামলা করে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন।