



তিনি কক্সবাজার রামু উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই প্রতিবেদকের সঙ্গে একান্তআলাপচারিতায় ওসি কামাল উদ্দিন পিপিএম বলেন, জনগণ পুলিশের বন্ধু, জনগণের সেবাই পুলিশের মুখ্য দায়িত্ব। পদক প্রাপ্তির বিষয়ে বলেন, যেদিন থেকে পুলিশের ইউনিফর্ম গায়ে দিয়েছি সেদিন থেকেই জনগণের সেবায় নিজেকে নিবেদিত রেখেছি পাশাপাশি এসব অর্জন আমার একার নয় যা কিছু অর্জন হয় তা আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয়।
জানা যায়, দিনভর পুলিশিং করার পর রাত জেগে ডাকাত ধরার জন্য বেরিয়ে পড়েন। বিভিন্ন সড়কে টিনএজদের রাতভর আড্ডা বন্ধ করেছেন। অভিভাবকদের সতর্ক করেন যাতে তাদের সন্তানরা কোন অপরাধে জড়িত না হন। মাদক গ্রহণ না করেন। কেন না সকল ধরনের অপরাধের সুত্রপাত ঘটে মাদক গ্রহণের নেশা থেকে।
