
একুশে পদক প্রাপ্ত গুণী জন ডক্টর জিনবোধি ভিক্ষুর উপর ন্যাক্কার জনক হামলা, মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে সংবাদ পরিবেশন এবং নানাভাবে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সর্বস্তরের বৌদ্ধ জন সাধারনের উদ্যোগে মানৰ বন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১২ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনের এই সমাবেশ হয়।
চট্টগ্রাম নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারে একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর জিনবোধি ভিক্ষুকে শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদ জানায় শচি ভূষণ বড়ুয়া ও তার স্ত্রী রেখা বড়ুয়ার বিরুদ্ধে, এই ঘটনার প্রতিবাদে দুপুরে সাধারণ বৌদ্ধ নর নারী এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন অঞ্চলের বৌদ্ধ ভিক্ষুরা এসে প্রতিবাদ সমাবেশে এসে যোগ দেয়। এইদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দুটো ভিডিও চিত্র প্রতিবেদকের হাতে এসেছে একটিতে দেখা যায় ডক্টর জিনোবোধি ভিক্ষুকে শারীরিক ভাবে আঘাত করা হচ্ছে এবং সেখানে মোবাইল কেড়ে নিতে মহিলার কথা বলার শব্দ শোনা যাচ্ছে অন্য একটি ভিডিও চিত্রে দেখা যায় ছিনিয়ে নেওয়া সেই মোবাইল ফিরিয়ে নিতে চেষ্টা চালানোর এক পর্যায়ে হাতাহাতি ঘটেছে, ভিক্ষুর মোবাইল ছিনিয়ে নেওয়া রেখা বড়ুয়া নামে সেই মহিলা, অভিযোগ তুলে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন ‘বৌদ্ধ সমিতি মহিলা, বাংলাদেশ’ এর একজন নেত্রী। এর আগে শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ড. জিনবোধি ভিক্ষু বলেন, ‘অবৈধ, অনির্বাচিত এবং বৌদ্ধমন্দির জালিয়াতকারী ওরা, হাইকোর্ট থেকে জজকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন। তাদেরকে অবৈধ ঘোষণা করেছেন আদালত। তাদের বিরুদ্ধে বিহারের অর্থ আত্মসাত, মানহানি মামলা, অবৈধ ভাবে বিহার দখলের তিনটা মামলা রয়েছে ।
জিনোবোধি ভিক্ষু বলেন, আমরা বুদ্ধ পূজা ও গুরু পূজার আয়োজন করি। ওরা উপাসক ও উপাসিকাদের ধর্মীয় অনুষ্ঠানে ঢুকতে বাধা দেয়। ওই সময়ে ওই নারী আমার মোবাইল কেড়ে নিয়ে নেয়। পুলিশ নিয়ে যখন গিয়েছি তখন মোবাইল ফেরত দিতে বাধ্য হয়েছে।’ নারী নির্যাতন বা হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, সেখানে পুলিশ সহ আনুমানিক ৩০০ লোক উপস্থিত ছিলেন, আরো ‘আমি ৬৪ বছর বয়সী একজন শিক্ষক। উনি আমার বোন, উনার ছেলেমেয়ে মানুষ করেছি আমি ।’ তিনি বলেন প্রত্যক্ষদর্শী ও উপস্থিত জনতা এবং সিসি টিভির ফুটেজ দেখলে সব পরিষ্কার হয়ে যাবে । অন্যান্য বক্তারা সকল চক্রান্তকারীদের অভিলম্বে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান ।