
মিথ্যা তথ্য দিয়ে ভুয়া ওয়ারিশ সনদ সৃষ্টিকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি ও পৈতৃক সম্পত্তি অবৈধ জবর দখলকারীদের কাছ থেকে ফিরে পেতে মরহুম রশিদ আহমদের ওয়ারিশ জোসনা আক্তার এর পক্ষ হতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছেন তার স্বজনরা।
১৭ মার্চ রবিবার স্থানীয় সময় সকাল ১১ টায় চট্টগ্রাম জামালখান প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় মোহাম্মদ মোহররম আলী, জোসনা বেগম, আনোয়ারা বেগম,পাখি আকতার,মোহাম্মদ দিদারুল আলম, ও মোঃ পেয়ারো উপস্থিত ছিলেন।
ভুক্তভোগীরা জানান সীতাকুণ্ড থানাধীন কুমিরা ৬ নং ওয়ার্ডে অবস্থিত সোনারপাড়া গ্রামের বাসিন্দা মরহুম রশিদ আহমদ তার জীবদ্দশায় তিনটি বিবাহ করেন এবং ৫ মেয়ে ও ২ ছেলে রেখে মৃত্যু বরন করে। তার মেয়েরা সহজ সরল হওয়ায় বিগত ২০১১ সালে মোঃ নুর উদ্দিন, মোঃ ননা মিয়া, ও মোঃ তোতা মিয়া গং অপরাপর কতিপয় ভুমিদস্যুদের যোগসাজশে মরহু রশিদ আহমদের ৭ জন ওয়ারিশের মাঝে মোছাম্মৎ মনজুরা খাতুন, পাখি আক্তার ও হালিমা খাতুন কে মরহুম রশিদ আহমদের একমাত্র ওয়ারিশ দেখিয়ে বাকি ওয়ারিশদের তথ্য গোপন করে অনৈতিক পথ অবলম্বন করে ৭ নং ইউনিয়ন পরিষদের প্যাডে তৎকালীন চেয়ারম্যান ও মেম্বারের সহি স্বাক্ষরে একটি ভুয়া ওয়ারিশান সনদ সৃষ্টি করে আমাদের পৈতৃক সম্পত্তির ০.০২৯২ শতাংশ জমি মোঃ নুর উদ্দিনের স্ত্রী জাহেদা বেগমের নামে নাম জারী করেন। বিষয়টি জানাজানি হলে মরহুম রশিদ আহমদের ওয়ারিশগন ২০১৬ সালে ৭ নং ইউনিয়ন পরিষদ হতে মরহুম রশিদ আহমদের সকল ওয়ারিশ গনের নামে একটি ওয়ারিশ সনদ উত্তোলন করেন। পরবর্তী সময় ভুমি নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটাতে তৎকালিন চেয়ারম্যান বরাবর অভিযোগ করলে ভুমিদস্যু গং অপরাপর কতিপয় ভুমিদস্যুদের যোগসাজশে উক্ত শালিসি বৈঠকে না গিয়ে কালক্ষেপণ করতে থাকেন। এমতাবস্থায় উক্ত চেয়ারম্যান মৃত্যু বরন করলে ভূমিদস্যুরা তাদের নামে ভুয়া ওয়ারিশ সনদ দিয়ে করা নামজারী অংশটুকু সহ আমার (জোসনাবেগম) পৈত্রিক সম্পত্তি রাতের অন্ধকারে দখল করার পায়তারা করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোসনা বেগমের স্বামী মোহাম্মদ দিদারুল আলম এবিষয়ে তাৎক্ষণিক স্থানীয় মেম্বার কে অবগত করলে মেম্বার মহোদয় একাধিক বার চেষ্টা করেও ভূমিদস্যুগংদের অসহযোগিতায় বিষয়টি সমাধান করতে ব্যর্থ হন। গত ৪ ডিসেম্বর জোসনা বেগম ( মরহুম রশিদ আহমদের ওয়ারিশ ) সীতাকুণ্ড থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করলে সিতাকুন্ড থানার এস আই পাপেল রায় সরেজমিনে এসে দুপক্ষের সাথে কথা বলে জোসনা বেগম কে আদালতে গিয়ে পৈত্রিক সম্পত্তির উপর একখানা নিষেধাজ্ঞা আনার পরামর্শ দেন। তার কথা মত আদালতের স্বরণাপন্ন হয়ে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ধারার বিধানমতে আবেদন করলে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত (উত্তর) ফৌজদারি মিস মামলা নং ১০৭১ / ২০২৩ মূলে আগামী ১১ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখের মধ্যে বিরোধীয় ভুমি তদন্ত পূর্বক দখল ও মালিকানা সংক্রান্ত বিষয়ে নির্ধারিত ছক মোতাবেক স্ক্রেসম্যাপ সহ প্রতিবেদন দেওয়ার জন্য সহকারী কমিশনার (ভুমি) সীতাকুণ্ড এবং পক্ষদ্বয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে আদেশ প্রদান করেন। চট্টগ্রাম সীতাকুণ্ড থানা আদালতের আদেশ প্রাপ্ত হয়ে এস আই পাপেল রায় সরেজমিনে এসে উভয় পক্ষের উপস্থিতিতে আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত জায়গায় কোনরূপ কর্মযজ্ঞ না চালাতে উভয় কে মৌখিক নিষেধ করে চলে যান।
এসময় প্রায় ১০ দিন বিরোধীরা অবৈধ দখলের কার্যক্রম বন্ধ রাখলেও পরবর্তী আদালতের আদেশ অমান্য করে তাদের কর্যক্রম চলমান রাখেন। এসময় সীতাকুণ্ড থানার সাথে বারংবার যোগাযোগ করেও কোন ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ ভুক্তভোগীর। জননেত্রী শেখ হাসিনার ঘোষণা দলিল যার জমি তার এই নীতিমালার আলোকে জোসনা আকতারের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে স্থানীয় জন প্রতিনিধী সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।