সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের কুমিরা ঘাটঘর মোর্শেদ কোম্পানীর পুকুরের দক্ষিন পাশে অভিযান পরিচালনা করে মোঃ হাসানকে (২২) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ ।
সোমবার ( ২ এপ্রিল) রাত ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। হাসান কুমিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বড় কুমিরা বাবু ডাক্তার বাড়ী মোঃ মনছুরের ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম জানান, সীতাকুণ্ডের ৭নং কুমিরা ইউনিয়নের কুমিরা ঘাটঘর মোর্শেদ কোম্পানীর পুকুরের দক্ষিন পাশে চৌ-চালা টিন সেড ভাড়া ঘরে পশ্চিম পাশের ০৩নং কক্ষের ভিতরে অস্ত্রসহ আসামী অবস্থান করছে
- এমন গোপন সংবাদ পেয়ে সোমবার রাতে সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ
সোলাইমান এর নেতৃত্বেত এসআই (নিঃ) রাজীব চন্দ্র পোদ্দার ও এএসআই (নিঃ) ইমদাদুল হক, এএসআই (নিঃ) মোঃ মমিনুর ইসিয়াম ও ফোর্স অভিযান পরিচালনা করে ১ টি দেশীয় এলজি, ৩ রাউন্ড শিসা কার্তুজসহ হাসানকে গ্রেফতার করে।
হাসানের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত