সীতাকুণ্ডে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে শোভাযাত্রা।

১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৪ পালন করেছে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন-ইপসা ও সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা কার্যালয়।
মঙ্গলবার ( ২ এপ্রিল) সকালে ইপসা-এইচ.আর.ডি.সি, সীতাকুণ্ড ক্যাম্পাসে দিবসটি পালন করা হয়।
‘‘সচেতনতা-স্বীকৃতি মূল্যায়ন-শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা” এই প্রতিপাদ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পিকেএসএফ এর কারিগরি সহযোগিতায়- “প্রতিবন্ধী জনগোষ্ঠীর টেকসই জীবিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের একটু অসচেতনতা ও অজ্ঞতার কারনে প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয়। প্রতিবন্ধীদের জন্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে, নামমাত্র মূল্যে চিকিৎসা সেবাগ্রহন ও চিকিৎসা গ্রহনের মাধ্যমে অনেক অটিজম শিশু সুস্থ হয়ে উঠতে পারে, তাই কাউকে পিছনে ফেলে নয়, বিশ্ব গড়তে হবে সবাই কে নিয়ে। উক্ত আলোচনা সভায়, অটিজম শিশুদের যত্ন ও পরিচর্যা, স্কুল-কলেজে ভর্তিসহ সমাজের সর্বস্তরে তাদের সমঅধিকার প্রতিষ্ঠা, এবং অটিজম বিষয়ে অভিভাবক থেকে শুরু করে সমাজের সকল শ্রেণির মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার কথা জানান। সভায় ইপসার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন