কালুশাহ নগর রক্ষা পরিষদের ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

কালুশাহ নগর রক্ষা পরিষদের ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিল – আব্দুল হান্নান

কালুশাহ নগর রক্ষা পরিষদের ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিল ৬ই এপ্রিল ২০১৪ কালুশাহ নগর মাঠে সম্পন্ন হয়েছে।

এতে মাহরুফ বাড়ি,আলম বাড়ি, হামিদ বাড়ি,বাঁচা মিয়া খলিফা বাড়ি, বশর উদ্দিন খলিফার বাড়ি, কাজী বাড়ির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিশেষে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ বন্ধের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে এবং মুসলিম উম্মার শান্তি কামনায় ও কালুশাহ নগরের এলাকার মানুষের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালুশাহ মসজিদের সহকারি পেশ ইমাম হাফেজ মোহাম্মদ ফয়সাল।

শেয়ার করুন