
৬ষ্ঠ সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীসহ সাতজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল সোমবার সীতাকুণ্ড নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা মোঃ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদে আরিফুল আলম চৌধুরী রাজু ও
মহিউদ্দিন আহমেদ মঞ্জু।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে গোলাম মহিউদ্দিন,জালাল আহমদ, ভাই চেয়ারম্যান মহিলা পদে শাহিনুর আক্তার বিউটি, হামিদা আক্তার,শামীমা আক্তার লাভলি।
উল্লেখ্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে-২০২৪ অনুষ্ঠিত হবে। মোট ভোটার-৩২০১৯৩
পুরুষ-১৬৯৩৮৩, মহিলা-১৫০৭০৯
হিজরা-০১,কেন্দ্র-৯২টি বুথ-৬৮৭টি।