
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সফল প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-০১ আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২০ এপ্রিল, শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম. এ. রশীদ এর সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম চৌধুরী। আইইবি সাধারণ সম্পাদক প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী বলেন, জাতীয় সংসদে প্রকৌশলী সমাজের প্রতিনিধিত্ব এবং প্রকৌশলীদের স্বার্থে জোরালো ভূমিকা রাখবেন বলে আশা ব্যাক্ত করেন। আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর এমপি বলেন, আজকের এই সংবর্ধনা আয়োজনের জন্য চট্টগ্রামের প্রকৌশলীদের প্রতি কৃতজ্ঞতা এবং আগামীতে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি জানাচ্ছি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (এডমিন, প্রফেশ, এন্ড এসডব্লিউ) অধ্যাপক ড. প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা, এন্ড এইচআরডি) প্রকৌশলী রাজীব বড়ুয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রের কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, প্রকৌশলী এম শাহজাহান, প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, পিইঞ্জ,, প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রকৌশলী প্রবীর কুমার সেন, আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক এন্ড আন্তর্জাতিক) প্রকৌশলী মোঃ আবুল কালাম হাজারী, আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসেন ও সম্মানী সম্পাদক প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, কেন্দ্রের কাউন্সিল সদস্য প্রকৌশলী এনামুল বাকী এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রকৌশলী নেতৃবৃন্দ বক্তব্যে প্রকৌশলী মো আবদুস সবুর এমপিকে সরকারের গুরুপূর্ণ দায়িত্ব প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি জানান। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।