গুলিয়াখালীর সৌন্দর্য ও নিরাপত্তা বিনষ্টকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা সীতাকুণ্ড প্রশাসনের

সভাপতির বক্তব্য রাখছেন গুলিয়াখালী বিচ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম।

যে সবুজ ঘাসের জন্য সবুজ গালিচা খ্যাতি অর্জন করেছে সীতাকুণ্ডে গুলিয়াখালী সেই ঘাস দখল করে সৌন্দর্য  বিনষ্টকারী, নৈরাজ্যসৃষ্টি, নিরাপত্তা বিঘ্নকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সীতাকুণ্ড গুলিয়াখালী বিচ ব্যবস্থাপনা কমিটির সভায় এ ঘোষণা দেন।

সীতাকুণ্ড সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন এর পরিচালনায়  ৮টি বিষয়ে উপকমিটি গঠণ করা হয়েছে। উপ-কমিটিগুলো হলো সৌন্দর্য বৃদ্ধির জন্য যত্রতত্র দোকান অপসরারণ করে নতুন করে দোকান বসানোর নকশা তৈরি, ওয়াশব্লক ব্যবস্থাপনা, পরিবহণ ভাড়া ও  পার্কিং ব্যবস্থাপনা, নিরাপত্তা, ব্রিজ ও অবকাঠামো উন্নয়ন, নিরিক্ষক উপ- কমিটি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিচ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মুরাদপুর ইউপি চেয়ারম্যান এস.এম রেজাউল করিম বাহার।

শেয়ার করুন