
সড়ক দুর্ঘটনায় আটকে পড়া চালককে দুই মিনিটে উদ্ধার করলো সীতাকুণ্ড ফায়ার সার্ভিস। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সামনে দাড়িয়ে থাকা ট্রাককে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। কাভার্ড ভ্যানের চালককে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) বেলা ১১ ১৫ সিনিটে এই ঘটনা ঘটে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস থেকে ১০০ গজ দুরে এই ঘটনা।
সীতাকুণ্ড ফা্য়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নূরুল আলম দুলাল জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে টিম নিয়ে পৌঁছাই। এসময় কাভার্ড ভ্যানের চালক আনোয়ার হোসেন কে (৩৫) উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।
আনোয়ার হোসেন নোয়াখালী জেলার মাইজদী উপজেলার মাদারটুলী গ্রামের হারুন অর রশীদের ছেলে।