মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের প্রথম দিনেই ১ হাজার ৩৫ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানটি পরিচালনা করেছে মালয়েশিয়ান অভিবাসন বিভাগ। তবে আটককৃত ১ হাজার ৩৫ জনের মধ্যে অর্ধেকই বাংলাদেশি শ্রমিক। এখন ওই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৫ জন।
মালয়েশিয়ার প্রথম সারির গণমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস এর প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
সাময়িক বৈধতার জন্য মালয়েশিয়া সরকার ঘোষিত এনফোর্সমেন্ট কার্ডের (ই-কার্ড) জন্য আবেদন করার সময়সীমা শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে বড় ধরনের অভিযানে নামে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
ই-কার্ডের জন্য আবেদনের সময়সীমা শেষ হয় শুক্রবার। উল্লেখযোগ্য সাড়া না পেয়ে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান শুরু করে। এতে প্রথম দিনে ১ হাজার ৩৫ জন অবৈধ বিদেশি শ্রমিকের পাশাপাশি ১৬ জন স্থানীয় নিয়োগকারীও আটক হন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত