প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ
সীতাকুণ্ডে খেলাঘর আসরের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
![]()

মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্ম গড়ে তুলি এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আসরের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করা হয়েছে।
আজ শুক্রবার চট্টগ্রাম সীতাকুণ্ডে প্রেমতলায় এভারগ্রীন ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে মেঘমল্লার খেলাঘর আসর সকাল থেকে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
সকাল থেকে আসরের ই্উনিফর্ম পরে আসরে ছোট ছোট ভাই বোনেরা অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হন।
শুরু থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান গান ,নৃত্য,ছবি আঁকা শত ভাই বোনদের কন্ঠে শ্লোগান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্ম গড়ে তুলি,আমরা কারা শান্তির পায়রা,শিশুরা চাই কি শান্তি এইসব শ্লোগানের মুখরিত অনুষ্ঠান স্থল।
মেঘমল্লার খেলাঘর আসরের সহ সভাপতি জাহেদুল ইসলাম চৌধুরী’র বিটুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান আলোচক সীতাকুণ্ড প্রেস ক্লাবের যুগ্ন ত সাধারন সম্পাদক শৈলীর প্রধান নির্বাহী নাছির উদ্দিন অনিক। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সমীরণ ভট্টাচার্যের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সুজিত পাল। এতে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সঞ্জয় চৌধুরী,অভিবাবক রেহান উদ্দিন ,আব্দুল খালেক রুবেল প্রমুখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত