পৃথিবীর সবচেয়ে সুখী কয়েকটি দেশ, বাংলাদেশ ১১০তম

সুখে থাকতে কার না ভাল লাগে।  আর সুখি দেশ হতে ব্যাকুল দেশনেতৃত্ব। বলাচলে-সব দেশই তো সুখী হতে চায়। কেননা সুখী দেশের প্রত্যেক নাগরিকই সুখী হয়।

বিশ্বের সবচেয়ে সুখী দেশ নরওয়ে।  শীর্ষস্থানে থাকা স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ের প্রতিবেশী দেশ ডেনমার্ককে পেছনে ফেলে এবার তালিকার এক নম্বরে উঠে গেল দেশটি। তবে বাংলাদেশে সুখের কোনো হেরফের হয়নি।  ১৫৫টি দেশের মধ্যে সুখী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ১১০তম।

নরওয়ে
ডেনমার্ককে পেছনে ফেলে সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে প্রথম হয়েছে নরওয়ে। এবার ৭ দশমিক ৫৪ পয়েন্ট পেয়ে তিন ধাপ ওপরে উঠে প্রথম হয়েছে নরওয়ে।

ডেনমার্ক
গত বছরে প্রথম সুখী দেশ ছিল ডেনমার্ক। তবে ৭ দশমিক ৫২ পয়েন্ট পাওয়ায় এবার দ্বিতীয় সেরা সুখের দেশ হয়েছে ডেনমার্ক।

আইসল্যান্ড
এবছর সুখী দেশের তালিকায় তৃতীয় সুখী দেশ হয়েছে আইসল্যান্ড। এবার ৭ দশমিক ৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান লাভ করে দেশটি।

সুইজারল্যান্ড
এবছর পৃথিবীতে চতুর্থ সুখী দেশ নির্বাচিত হয়েছে সুইজারল্যান্ড। দেশটি ৭ দশমিক ৪৯ পয়েন্ট পেয়ে এমন অবস্থান লাভ করতে সক্ষম হয়।

ফিনল্যান্ড
পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় পঞ্চম সুখী দেশ হয়েছে ফিনল্যান্ড। দেশটি ৭ দশমিক ৪৭ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান লাভ করে।

প্রতিবেদনে বলা হয়, নরওয়ের পরেই তালিকায় থাকা দেশগুলোর মধ্যে ডেনমার্ক দ্বিতীয় অবস্থানে, আইসল্যান্ড তৃতীয়, সুইজারল্যান্ড চতুর্থ, ফিনল্যান্ড পঞ্চম, নেদারল্যান্ডস ষষ্ঠ, কানাডা সপ্তম, নিউজিল্যান্ড অষ্টম, অস্ট্রেলিয়া নবম ও সুইডেন দশম অবস্থানে আছে। গত বছর ডেনমার্ক প্রথম অবস্থানে ছিল।

এসডিএসএনের পরিচালক ও জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা জেফ্রে স্যাকস এক সাক্ষাৎকারে বলেন, ‘যেসব দেশে সমৃদ্ধির মধ্যে ভারসাম্য আছে, অর্থাৎ যেসব দেশে সমাজের চূড়ান্ত পর্যায়ের আস্থা আছে, অসমতা কম ও সরকারের প্রতি জনগণের পূর্ণ আস্থা আছে—সেসব দেশ সাধারণ মাপকাঠিতে সুখী দেশ।’

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সুখী দেশের এই তালিকাটি তৈরি করতে ছয়টি মানদণ্ডকে বিবেচনায় নেওয়া হয়। এই ছয়টি মানদণ্ড হলো মোট দেশজ উৎপাদন, স্বাস্থ্যকর জীবনের প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা, সামাজিক সমর্থন ও দুর্নীতিবিহীন সরকার ও ব্যবসা।

শেয়ার করুন