
সুজুকি জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে শায়রা আরেফিন স্বর্ণ পদক লাভ করেছেন।
গত ২২-২৫ মে ২০২৪ ঢাকাতে তিনি ১০ মিটার এয়ার রাইফেল একক ইভেন্টে স্বর্ণ , ১০ মিটার মিক্স টিমে সিলভার পদক অর্জন করেন।
উল্লেখ্য যে শায়রা আরেফিন এর আগেও এয়ার রাইফেল একক ইভেন্টে বিভিন্ন পদক অর্জন করেন। তিনি ৩১ মে ২০২৪ জার্মান যাবেন ওয়ার্ল্ডকাপ এয়ার রাইফেল একক ইভেন্টে খেলতে।