আবারও ভয়াবহ পাহাড় ধসের শঙ্কা
খাগড়াছড়িতে জেলা প্রশাসনের মাইকিং

আবারও ভয়াবহ পাহাড় ধসের শঙ্কায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে খাগড়াছড়িতে মাইকিং শুরু করেছে স্থানীয় প্রশাসন।  সোমবার (৩ জুলাই) ভোর থেকে খাগড়াছড়িতে প্রবল বর্ষণে পাহাড় ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে উপজেলা পরিষদ ।

ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে সরিয়ে নিতে জেলায় পাঁচটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম।  তিনি জানান, প্রবল বর্ষণে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় পাহাড় ধসে ক্ষয়ক্ষতির শঙ্কা থাকায় জেলা সদরে একটি, মহালছড়ি উপজেলায় একটি, রামগড় উপজেলা একটি ও মানিকছড়ি উপজেলায় দুইটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।  স্থানীয় প্রশাসনকে সর্তক থাকতে নির্দেশ দেয়া হয়েছে।  ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হয়েছে।

রাঙামাটিসহ দেশের বিভিন্ন জেলায় জান-মালের ক্ষয়ক্ষতি হলেও এখনো অবাদে পাহাড় কাটা হচ্ছে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে।  প্রশাসনের নীরব ভূমিকার কারণে দিনদিন আরো বেপরোয়া হয়ে উঠছে পাহাড় খেকোরা।

পরিবেশ রক্ষা আন্দোলনের খাগড়াছড়ি জেলা সভাপতি প্রদীপ চৌধুরী বলেন, প্রভাবশালীরা খাগড়াছড়িতে দিনদুপুরে পাহাড় কেটে সাবাড় করলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। এতে করে অপরাধীরা আরো বেশী বেপরোয়া হয়ে উঠছে।

উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে প্রবল বর্ষণে দু’দফার পাহাড় ধসে খাগড়াছড়ির রামগড় ও লক্ষ্মীছড়ি উপজেলায় তিন শিশুসহ চারজন নিহত ও দশজন আহত হয়েছেন।