গেজেট অনুযায়ী সকল জাহাজী শ্রমিকদের ঈদের আগে বকেয়া বেতন বোনাস সহ সকল পাওনা পরিশোধ করার দাবি জানিয়ে মানৰ বন্ধন ও মিছিল করেছে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।
নৌ-প্রশাসন ও নৌ- পুলিশ কর্তৃক নৌ-শ্রমিকদের উপর জুলম, নির্যাতন, হয়রানি, মিথ্যা মামলা ও চাঁদাবাজি বন্ধের দাবিতে ৯ জুন রবিবার বিকাল ৫টায় চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আজগর হোসেন তালুকদারের সভাপতিত্বে নির্বাহী সদস্য হাফেজ শাহাদাত হোসেন ও রেজাউল করিম সেলিমের সঞ্চালনায় এক শ্রমিক সমাবেশ নগরীর সদরঘাট জেটির মোড় অনুষ্ঠিত হয়।
সমাবেশের পূর্বে একটি শ্রমিক মিছিল সদরঘাট থানার সামনে হতে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদরঘাট জেটির মোড় এসে শেষ হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী বলেন, বাজেটে শ্রমিকদের অধিকার নিশ্চিতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি জানাচ্ছি এবং ঈদের আগে মালিকদেরকে শ্রমিকদের বেতন বোনাস সহ বকেয়া পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে একটি চক্র সরকারের বদনাম সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তাদের প্রতি হুশিয়ার থাকতে হবে। নৌ-প্রশাসন ও নৌ- পুলিশের অযাচিত হয়রানি, মিথ্যা মামলা এবং কাগজপত্রের অজুহাত তুলে চাঁদার দাবি রোধ এবং জলদস্যুতা দমন করতে হবে। কর্ণফুলী দূষণ ও দখলমুক্ত সহ দেশের অন্যান্য নদী-খালগুলোর অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে হবে। এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুর রহমান মাস্টার, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল ইসলাম মাস্টার, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ-এর সহ সভাপতি মো. কামাল উদ্দিন চৌধুরী, পতেঙ্গা থানা জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. হাছান বাদশা, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আল মাশরুম গাজী বাচ্চু, সম্পাদক মন্ডলীর সদস্য যথাক্রমে শহীদুল ড্রাইভার, শাকিল সুখানী, মমতাজ গ্রীজার, হেলাল লস্কর, মহসিন হোসেন মাস্টার, সাগর লস্কর, হানিফ লস্কর, সোহান লস্কর, হাসান লস্কর, জসিম লস্কর, শরিফুল বাবুর্চি, পতেঙ্গা থানা জাহাজী শ্রমি ফেডারেশনের কোষাধ্যক্ষ তুরিন, সদস্য রবিউল আলম রবি, শহীদুল ইসলাম মাস্টার, রমজান আলী মাস্টার, মানিক বাশার, বাবুল ড্রাইভার, শরীফ সুখানী, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হোসেন, কোষাধ্যক্ষ মো. হারুনুর রশীদ মাস্টার, জামাল সুখানী, মো. রাজু, রেদোয়ান সুখানী প্রমুখ।
বক্তারা বলেন, ঈদের আগে বেতন বোনাস সহ বকেয়া পরিশোধ করে শ্রমিকদের ঈদ আনন্দ উপভোগ করার সুযোগ দিন। যারা এখনো শ্রমিকদের ৫/৬ মাস বেতন বকেয়া রেখেছেন সেই জাহাজে শ্রমিকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত কর্মবিরতি পালন করার আহ্বান জানান ।