ফটিকছড়ির ধর্মপুরে বন্যাকবলিত মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের বন্যায় তলিয়ে যাওয়া গৃহ-হারা মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান ইউনিয়ন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি সম্প্রযুগ পাঠাগারের দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মোহাম্মদ আজিম উদ্দীন মুন্নার সহযোগিতায় সম্প্রযুগ পাঠাগারের সভাপতি এস.এম শাহেদের পরিচালনায় নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে ইউপি অওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছিলেন ধর্মপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল কাইয়ুম।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রযুগ পাঠাগারের দাতা সদস্য শিক্ষানুরাগী মোহাম্মদ আজিম উদ্দীন মুন্না, ধর্মপুর  ইউপি আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, জেলা যুবলীগ নেতা সালাউদ্দিন, দিদারুল আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ শাহাজাহান, সম্প্রযুগের  দাতা সদস্য শফিউল আজম চৌধুরী, আজীবন সদস্য আবু বকর কাঞ্চন, সম্প্রযুগের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন সুজন, শহিদুল ইসলাম শাহাদাৎ, লায়ন আবদুছ ছালাম পিপুল, রাশেদ সরওয়ার চৌধুরী, আজাদী বাজার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য শহিদুল ইসলাম আকাশ, এস এম মাহাফুজ, মোঃ হারুন চৌধুরী, মোঃ হাশেম, মো: শোয়াইব, মো: হোসেন, মহিলা সদস্য শাহিন আক্তার, মিনাক্ষী রাণী দে, ইউপি সাবেক সদস্য মো: এমদাদ, ইউপি সচিব মো: সেলিম উদ্দিন, সম্প্রযুগের জৈষ্ঠ্য সহ সভাপতি এস এম বশির, সহ-সভাপতি ডা. দিদারুল আলম, সাধারণ সম্পাদক লোকমান হাকিম বাদশা, সহ সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দীন রকি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, শিক্ষা সম্পাদক বাবর উদ্দিন, অর্থ সম্পাদক এনামুল হক মিন্টু, ধর্মপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মান্নানুল ইসলাম মুন্না, ইউপি যুবলীগ নেতা নুর মোহাম্মদ, হাছান প্রমুখ।

চেয়ারম্যান আবদুল কাইয়ুম সম্প্রযুগের দাতা সদস্য আজীম উদ্দিন মুন্নাকে ধন্যবাদ জানিয়ে তাঁর মত এলাকার বিত্তশালী লোকদের বন্যার্তদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।

উল্লেখ্য, ধর্মপুর ইউনিয়নে গৃহ-হারা বেশি ক্ষতিগ্রস্থ লিষ্টকৃত ৬৫ জন প্রত্যেককে নগদ ১০০০ (এক হাজার) টাকা করে প্রদান করা হয়।

শেয়ার করুন