
ভূমি সেবা সপ্তাহ-২০২৪” উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
“স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক” স্লোগানকে সামনে রেখে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।
উক্ত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী গোলাম মহিউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর তাহমিনা আরজু ও সেবাপ্রার্থীগণ।
“ভূমি সেবা সপ্তাহ-২০২৪” কে সামনে রেখে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন স্কুলে আয়োজিত সেমিনারের পাশাপাশি অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। সমাপনী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং “ভূমি সেবা সপ্তাহ-২০২৪” কে সফল করায় বিশেষ অবদান রাখায় “ইউনিয়ন ভূমি অফিস,ভাটিয়ারীকে” বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।