সীতাকুণ্ডে ঘোষণা দিয়ে প্রকাশ্যে কৃষককে কুপিয়ে যখম

সীতাকুণ্ডে কৃষক আলতাফ হোসেনকে কুপিয়ে যখম করে সন্ত্রাসীরা।

সীতাকুণ্ডে ঘোষণা দিয়ে প্রকাশ্যে এক কৃষককে এলোপাতারি কুপিয়ে গুরুতর যখম করেছে সন্ত্রাসীরা।  আহত কৃষকের নাম মোঃ আলতাফ হোসেন (৫৫)।

মঙ্গলবার ( ১৮ জুন) দক্ষিণ বগাচতর মাস্টার পাড়া ফসি হাজী জামে মসজিদের সামনের রাস্তার উপর এই হামলার ঘটনা ঘটে।

আহত আলতাব হোসেন সৈয়দপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন হরিনা ক্যাম্পের প্লাটুন কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজদৌলার ছোট ভাই। এই ঘটনায় গুরুতর আহত কৃষক আলতাফ হোসেনের স্ত্রী সুলতানা রাবেয়া বাদী হয়ে বুধবার দুপুরে ৭ জনকে আসামি করে মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, স্থানীয় নওশের আলম রিপনসহ কয়েকজন সন্ত্রাসী প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে এলাকার লোকদেরকে হয়রানি করে আসছিল। তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় বিভিন্ন অভিযোগে মামলাও রয়েছে । আহত আলতাফ হোসেন দীর্ঘদিন প্রবাসে থেকে এখন নিজ জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। বিবাদীদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত মঙ্গলবার আসরের নামাজ পড়া শেষে মসজিদ থেকে বের হলে সন্ত্রাসী ঘোষণা দিয়ে প্রকাশ্যে তাঁকে ডেকে রাস্তার উপর দাঁড় করিয়ে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। ২-৩ জন লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করতে চাইলে আঘাতগুলো কোমরে গিয়ে পড়ে। এক পর্যায়ে কৃষক আলতাফ হোসেন মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তার অবস্থা গুরুতর দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি চমেক হাসপাতালের ২৬নং ওয়ার্ডে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
সীতাকুণ্ড মডেল থানার মোঃ ওসি কামাল উদ্দিন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,”এই বিষয়ে আহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরাও আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রেখেছি।”

শেয়ার করুন