উপজেলা চেয়ারম্যান হিসেবে নাজিম উদ্দীন মুহুরীর প্রথম অংশ গ্রহণ
ফটিকছড়ি আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল, উপজেলা পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। আজকে নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে প্রথম আইন শৃঙ্খলা সভায় অংশ নেন নাজিম উদ্দীন মুহুরী। আজ তিনি শপথ গ্রহণের পর প্রথম বারের মত উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রথম দিন অফিস করেন এবং এই সভায় অংশ নেন।
এতে মূখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন খাদিজাতুল আনোয়ার, মাননীয় সংসদ সদস্য, ২৭৯ চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)।
উক্ত সভায় সভাপতি করেন মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, ফটিকছড়ি, চট্টগ্রাম। মেজবাহ উদ্দিন, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি), ফটিকছড়ি, চট্টগ্রাম।
সভায় উপস্থিত ছিলেন নতুন ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন,উপজেলা পরিষদ, ফটিকছড়ি ও শারমীন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফটিকছড়ি।
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ইসমাইল হোসেন, ফটিকছড়ি পৌরসভা ও একে জাহেদ, মেয়র, নাজিরহাট পৌরসভাসহ সংশ্লিষ্ট আরো অনেকেই।

শেয়ার করুন