একমাসে সাড়ে ২৪ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ পণ্য জব্দ করেছে বিজিবি

কক্সবাজার : টেকনাফ সীমান্তে জুন মাসে সাড়ে ২৪ কোটি টাকার মাদকদ্রব্য এবং চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে ইয়াবা, বিদেশী মদ, বিয়ার, গাঁজা ও অন্যান্য আমদানী নিষিদ্ধ পণ্য সমাগ্রী রয়েছে। একই সময়ে ওইসব অবৈধ পণ্য পাচার কাজে জড়িত থাকার অপরাধে ৩২ জনকে আটক করা হয়েছে।  ৬০টি নিয়মিত মামলা নথিভূক্ত করা হয়েছে।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) টেকনাফ ২ ব্যাটালিয়ন কর্তৃক গত জুন মাসে বিপুল পরিমান মাদক ও আমদানী নিষিদ্ধ পণ্য আটকের ঘটনায় মাদকের মধ্যে রয়েছে ৮ লাখ ৮৪ পিস ইয়াবা। যার আনুমানিক মূল্য ২৪ কোটি ২৫ হাজার ২শ টাকা। এর মধ্যে মালিকবিহীন ৫ লাখ ৪৩ হাজার ২শ ৯৮ পিস ও পাচারকারীসহ ২ লাখ ৫৬ হাজার ৭৮৬পিস।অন্যদিকে বিপুল পরিমান অন্যান্য মাদকদ্রব্য ও চোরাইপণ্য আটক করেছে।  এছাড়া ২৯৮ বোতল বিদেশী মদ, ৬২৮ ক্যান বিয়ার, ৮৫ লিটার চোলাই মদ ও ১২৫ গ্রাম গাঁজা আটক করা হয়েছে। গাজাঁসহ আটক করা হয়েছে ১ ব্যক্তিকে। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ২০ হাজার ৯৩৭ টাকা বলে জানা গেছে। অপরদিকে ৪২ লাখ ৫৫ হাজার ৭১০টাকা মূল্যের অন্যান্য চোরাই পন্য জব্দ করে ৩১টি মামলা রুজু করেছে বিজিবি জওয়ানরা।  উপজেলার সীমান্ত অঞ্চলে চৌকিতে দায়িত্বরত বিজিবি জওয়ানরা এইসব আমদানী নিষিদ্ধ মাদক ও চোরাই পন্য আটক করে।

এদিকে ইয়াবাসহ ৩১ জনকে আটক করে ৪৬টি পৃথক মামলা নতিভূক্ত করা হয়েছে বলে বিজিবি সুত্রে জানা গেছে। এইসব ঘটনায় পলাতক আসামী করা হয়েছে মোট ১৮ জনকে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মি. শরীফুল ইসলাম জুমাদ্দার এসবের সত্যতা নিশ্চিত করেছেন।

অনুসন্ধানে জানা গেছে, সীমান্তে অনুপ্রবেশ থেমে নেই। সীমান্তে অবৈধ যে কোন ঘাট দিয়ে প্রতিদিন অনুপ্রবেশ ঘটছে। এমনকি স্বর্ণের চালান আমদানী হচ্ছে বলে স্থানীয় একধিক সূত্র নিশ্চিত করেছে।

শেয়ার করুন