[caption id="attachment_90680" align="alignnone" width="300"]
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।[/caption]
সীতাকুণ্ডের মসজিদ্দা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই অনুমোদন বিহীন পিভিসি পাইপ তৈরির কারখানাকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে।
সোমবার ( ০১ জুলাই) বিকেল ৪ টায় এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন জানান, চট্টগ্রাম জেলার এন এস আই এর তথ্যের ভিত্তিতে উত্তর মছজিদ্দা কুমিরা এলাকায় বিএসটিআই অনুমোদন ব্যতিরেকে পিভিসি পাইপ তৈরি ও বিএসটিআই এর জাল লাইসেন্স প্রদর্শন করার দায়ে “দি ওয়েভ অব চিটাগং” নামক প্রতিষ্টান কে বিএসটিআই আইনে ৫০০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিএসটিআই অনুমোদন ব্যতীত উক্ত প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এসময় প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ: মো: মাহফুজুর রহমান, এবং প্রকৌ: বুলবুল আহমেদ জয়, পরিদর্শক (মেট্রোলজি),
সীতাকুণ্ড মডেল থানার সদস্যবৃন্দ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত