বিদায় সংবর্ধনায় সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ
‘লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় যে তীর্থে তার উন্নয়নে বাধা আসলেও কাজ করে যেতে হবে’

সিনিয়র জেলা ও দায়রা জজ চট্টগ্রাম এবং কলিজিয়াম ডিষ্ট্রিক জজ সীতাকুণ্ড স্রাইন কমিটি ড. আজিজ আহমদ ভূঞা বলেছেন সীতাকুণ্ড স্রাইন কমিটিতে কিছু স্বার্থান্বেষী মানুষ আসতে চেয়েছিলো। তাদের কারণে এখানে একটি কমিটি গঠন করাই অত্যন্ত কঠিন কাজ ছিলো। সুপ্রীম কোর্ট আমাকে সেই কঠিন দায়িত্বটি দিয়েছিলো। সবার সহযোগিতায় আমি সে কঠিন কাজটি করতে পেরেছি বলে ভালো লাগছে। বিশেষ করে এড.চন্দন দাশ সার্বিক সহযোগিতা না করলে এই কাজটি করা সত্যিই কঠিন হতো। এছাড়া ১ম যুগ্ন জজ খায়রুল আমীনও অক্লান্ত পরিশ্রম করে কমিটি গঠনে সহযোগিতা করেছেন। শনিবার চট্টগ্রাম জেলা আইনজীবি ভবনের জেলা ও দায়রা জজের সন্মেলনী কক্ষে সীতাকুণ্ড স্রাইন কমিটি আয়োজিত সিনিয়র জেলা ও দায়রা জজ চট্টগ্রাম এবং কলিজিয়াম ডিষ্ট্রিক জজ সীতাকুণ্ড স্রাইন কমিটি ড. আজিজ আহমদ ভূঞার বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে সংবর্ধিত প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ও দায়রা জজ ড. আজিজ আরো বলেন, একটি মহল স্বার্থসিদ্ধির জন্য কাজে বাধা দেবে। আপনারা এসব মাথায় না নিয়ে কাজ করে তীর্থের উন্নয়ন করবেন। সীতাকুণ্ড স্রাইন কমিটির আমন্ত্রনে শিব চতুর্দশীর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি সত্যিই অভিভূত। লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় সেখানে। আদিনাথ ও কাঞ্চননাথে যেতে না পারায় আফসোস রয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন হয়ত প্রশাসক হিসেবে সেখানে আর যাওয়া হবে না। কিন্তু দর্শনার্থী হিসেবে কখনো যেতে অবশ্যই চেষ্টা করব।

সীতাকুণ্ড স্রাইন কমিটির সাধারণ সম্পাদক চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. চন্দন দাশের সঞ্চালনায় ও কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট কর আইনজীবি এড. নিতাই চন্দ্র দাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১ম যুগ্ন জজ চট্টগ্রাম মোঃ খায়রুল আমীন। বক্তব্য শেষে স্রাইন কমিটির নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এতে স্রাইন কমিটির অন্যান্য সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন