সাংগঠনিক সফরে বিকেএ চট্টগ্রাম বিভাগীয় কমিটি

সাংগঠনিক সফরে বিকেএ চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। ছবি- দৈনিক নয়াবাংলা

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-বিকেএ (কামরুজ্জামান-রানা) চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক প্রতিনিধিদল আজ (৬ জুন) চট্টগ্রামের ইপিজেড এলাকায় অবস্থিত স্কলার আইডিয়াল স্কুল এবং আই কে স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।

পরিদর্শন দলের নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি জনাব হোসাইন রিন্টু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সহসভাপতি জনাব মো: সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো: ইব্রাহীম খলিল জিকু, সাংগঠনিক সম্পাদক জনাব এম এম রহমান, শিক্ষা সম্পাদক জনাব হাফিজুর রহমান, অর্থ সম্পাদক জনাব মো: আমিনুল ইসলাম এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক বাবু বিশ্বনাথ রায়।

প্রতিনিধিদল স্কলার আইডিয়াল স্কুলে পৌঁছলে স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক জনাব মো: ফারুক হোসাইন প্রতিনিধিদলকে স্বাগত জানান। এসময় সাংগঠনিক বিষয়, আসন্ন কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ, স্কুল নিবন্ধন এবং বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রধান শিক্ষকের সাথে বিকেএ নেতৃবৃন্দ খোলামেলা আলোচনা করেন এবং স্কলার আইডিয়াল স্কুলের চলমান ষান্মাসিক মূল্যায়ন সেন্টার পরিদর্শন করেন। এরপর নেতৃবৃন্দ পার্শ্ববর্তী আই কে স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।

এসময় প্রতিনিধিদল উক্ত স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ জনাব মো: ইব্রাহীম খলিলের সাথে সাংগঠনিক, বৃত্তি এবং স্কুল নিবন্ধন বিষয়ে আলোচনা করেন। পরে নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত সভায় অংশগ্রহণের মাধ্যমে দিনের সফরসূচি সমাপ্ত করেন।

শেয়ার করুন