[caption id="attachment_9088" align="aligncenter" width="720"]
লামায় পাহাড় ধসে বিধ্বস্ত বাড়ী সরিয়ে নেয়া হচ্ছে। ছবি : প্রতিনিধি[/caption]
বৃষ্টি না হওয়ায় বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করেছে। সড়কের উপর থেকে পানি নেমে যাওয়ায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হচ্ছে। বিচ্ছিন্ন রয়েছে রুমা-বান্দরবান সড়ক পথ।
তবে লামা বাজার এলাকা থেকে বন্যার পানি নেমে গেলেও এখন পর্যন্ত নিন্মাঞ্চলে কয়েকশ বাড়ী-ঘর পানির নিচে রয়েছে। পৌর এলাকায় ৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা প্রশাসন ও লামা পৌর সভার পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও খিচুড়ী সরবরাহ করা হয়েছে। গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে পাহাড় ধসে লামা উপজেলার পৌরসভা ও রূপসিপাড়ায় ২০টি’র অধিক কাঁচা বাড়ীঘর মাটি চাপা পড়েছে। তবে প্রশাসন আগে থেকে সর্তকতা অবলম্বন করায় পাহাড় ধসের ঘটনায় এবার প্রাণহানীর কোন ঘটনা ঘটেনি।
বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, বন্যা কবলিতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হয়েছে। উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে সকলকে খিচুড়ী রান্না করে খাওয়াতে। এ ছাড়াও তিনি ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন করার আশ্বাস দেয় জেলা প্রশাসন।
[caption id="attachment_9089" align="aligncenter" width="720"] লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম বন্যার্তদের মাঝে খিচুড়ি ও পানিসহ ত্রাণ বিতরণ করেছেন। কোমর পানি ডিঙ্গিয়ে ওইসব ত্রাণ নিয়ে ফিরছেন বন্যার্ত মানুষ। ছবি : প্রতিনিধি[/caption]
লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু জানান, ভারী বর্ষণের ফলে লামা পৌরসভার অধিকাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। ৪টি আশ্রয় কেন্দ্রে অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছে। দুর্গতদের জন্য শুকনো খাবার এবং খিচুড়ি দেয়া হচ্ছে। পৌরসভা ছাড়াও আরো বেশ কয়েকটি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। দুর্যোগের কারণে ইউনিয়ন থেকে সঠিক তথ্য না আসায় দুর্গতদের সংখ্যা জানা যায়নি।
এদিকে লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম জানান, অতি বর্ষনের ফলে লামা পৌর সভায় প্রায় ২ হাজার পরিবার পানি বন্দি অবস্থায় আছে। তাদেরকে খিচুড়ি দেয়া হচ্ছে। বন্যার পানি কমতে শুরু করেছে। মাতামুহুরী নদীর পানি এখনো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কবল থেকে পৌরবাসীকে রক্ষার জন্য তিনি মাতামুহুরী নদীর গতি পরিবর্তন এবং ড্রেজিং করার জোর দাবী জানান।
এদিকে বাজার এলাকা থেকে পানি নেমে যাওয়ায় রাস্তার উপর জমে থাকা পলি অপসারণ কাজ শুরু করেছে পৌরসভা ও ফায়ার সার্ভিস কর্মীরা।
এদিকে আলীকদম উপজেলায় বন্যা পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়েছে। বন্যা কবলিত লোকজন ঘরে ফিরতে শুরু করেছে। তবে মাতামুহুরী নদীর পানি এখনো অস্বাবাবিক।
অপরদিকে আশংকা করা হচ্ছে, ভারী বর্ষন অব্যহত থাকলে বান্দরবান শহরে নতুন করে বন্যার সম্ভাবনা রয়েছে এবং পাহাড় ধসের আশংকায় পাহাড়ে ঝুকি নিয়ে বসবাসকারীদের বান্দরবান পৌর সভার পক্ষ থেকে মাইকিং করে সর্তক করে দেয়া হচ্ছে। জেলা শহরের আর্মী পাড়া, ইসলামপুর, কাশেম পাড়া, শেরে বাংলা নগর, মেম্বার পাড়াসহ বেশ কয়েকটি এলাকার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। লোকজন বাসস্টেশন ও শহর মডেল প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ভারী বর্ষন অব্যহত থাকায় ২য় বারের মতো বন্যার আশংকা করছেন স্থানীয় লোকজন।
এদিকে ২৩ দিনের মতো বিচ্ছিন্ন রয়েছে রুমা-বান্দরবান সড়ক পথ। লোকজন জীবনের চরম ঝুকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় করে রুমা-বান্দরবান যাতায়াত করছে। চলাচলকারীরা দ্রুত সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করার দাবী করেছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত