[caption id="attachment_90979" align="aligncenter" width="640"]
অতি বর্ষনে ক্ষতিগ্রস্থ সড়কের সংস্কার শুরু করেছে চসিক। ছবি -দৈনিক নয়াবাংলা[/caption]
সম্প্রতি অতিবৃষ্টি ও ভারী বর্ষণের ফলে নগরীর ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশনা দেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
তিনি গত কয়েক দিনের লাগাতার বৃষ্টির কারণে যে সকল রাস্তা খানা-খন্দকে পরিণত হয়েছে সগুলো অতি দ্রুত সংস্কার করে নগরীবাসীর চলাচলে দুঃখ লাগবের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন। সিটি মেয়রের নির্দেশনা অনযায়ী আজ রোববার থেকে নগরীর ৪১টি ওয়ার্ডের সকল ক্ষতিগ্রস্থ সড়কের তালিকা তৈরী করছেন সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীগণ। এবং আজ থেকে প্রধান সড়কগুলোতে সংস্কার কাজ হয়েছে।
সংস্কারাধীন সড়কগুলোর মধ্যে রয়েছে বহদ্দারহাট থেকে সিডিএ এভিনিউ সড়ক, টাইগারপাস থেকে লালখান বাজার মোড়, আগ্রাবাদ ফায়ার সার্ভিস এলাকা, জাকির হোসেন থেকে এ কে খান রোড, বায়েজিদ থেকে ষোলশহর ২নং গেট রোড, বোটক্লাব থেকে এয়ারপোর্ট সড়ক। প্রতিদিন সড়ক সংস্কার কাজ চলমান থাকবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত