সীতাকুণ্ড প্রেস ক্লাব সাংবাদিকদের সঙ্গে সেনা অফিসারের মতবিনিময়

হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চাঁদাবাজি, ভাঙচুর, লুটতরাজ, ডাকাতি, ধর্ষণ, প্রাণ নাশের হুমকী, জমি দখল, সংখ্যা লঘুর উপর হামলা, পর্যটন স্পট (গুলিয়াখালী, ইকোপার্ক, মহামায়া, নাপিত্তা ছড়া ঝর্ণা, খৈয়াছড়া ঝর্ণা, সহস্রধারা, চন্দ্রনাথ তীর্থ ভূমি এলাকায় সরকারি ও বেসরকারিভাবে গড়ে তোলা উন্নয়ন অবকাঠামো ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধন আগে এ পার্টি করতো এখন বি পার্টি করছে এমন অভিযোগ পেলে (ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য প্রমাণ সাপেক্ষে) কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল মামুন ।
শনিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮ টায় সীতাকু- প্রেস ক্লাব সম্মেলন কক্ষে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এসময় সীতাকুণ্ডের আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে তথ্য ও মতামত জানতে চান তিনি। সাংবাদিকদের উদ্দেশ্যে প্রদান করা বক্তব্য সাধারন মানুষের জন্য হুবহু তুলে ধরা হলো।
কোন ধরনের ভাঙচুর গ্রহণ যোগ্য হবে না। আপনার জমি কিংবা কারো জমি দখল করে নিয়ে ভাঙচুর করতেছে তা কোনভাবেই করতে দেওয়া হবে না। ভাঙচুর, লুটতরাজ, চুরি,ডাকাতি,ধর্ষণের হুমকী, প্রাণনাশের হুমকী এই ধরনেরে কোন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়া হবে। এবং প্রয়োজনে আমরা কঠোরতম অর্থাৎ ডাকাতি করছে, হামলা করছে এই ধরনের পরিস্থিতিতে গুলিও যদি করতে হয় আমরা গুলি করতে বাধ্য হবো। আমাদের সেই গুলি করার অনুমতি রয়েছে। কঠোর হতে হলে কঠোর হবো আর যদি দেখি যে না কঠোরতা ছাড়াই নিরাপত্তা ব্যবস্থা ভালো তাহলে আমরা সাধুবাদ জানাবো।
যারা সংখ্যালঘু যারা রয়েছেন তাদের নিরাপত্তার ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। এখন পর্যন্ত সীতাকু-ে সেই ধরনের কোন ঘটনা ঘটেনি। আমরা সংখ্যালঘুর উপর কোন ধরনের বিন্দুমাত্র আঘাত বরদাস্ত করবো না।
আমাদের যে সকল সরকারি সম্পত্তি রয়েছে সেগুলো রক্ষা আমাদের সকলে মিলে করতে হবে। এগুলোতে আগুন লাগিয়ে, সেবা বন্ধ করে কোন লাভ হবে না। ব্যক্তিগত আমাদের ক্ষোভ থাকতে পারে অনেক কিছু থাকতে পারে, হিংসা বিদ্বেষ থাকতে পারে কিন্তু আমরা তা নিয়ে বহিপ্রকাশ করতে পারবো না। আমাদের সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে পারস্পরিক হিংসা বিদ্বেষ থাকবে না। ব্যক্তি স্বার্থ রক্ষার চেয়ে সীতাকুণ্ডের উন্নয়নের স্বার্থ সবার আগে চিন্তা করতে হবে।
কোন চাঁদাবাজী গ্রহণ যোগ্য হবে না। আমরা যদি দেখি চাঁদাবাজী হচ্ছে যেমন আগে করতো এ পার্টি এখন করছে বি পার্টি এটা কোনভাবেই বরদাস্ত করা হবে না। অভিযোগ আসলেই আমরা কঠোর ব্যবস্থা নেবো। মানুষের চলা ফেরা যাতে স্বাধীনভাবে করতে পারে সেটি আমাদের সকলকে নিশ্চিত করতে হবে। রাত, সকাল সন্ধ্যা কোন সমস্যা নেই। স্বাধীনভাবে চলা ফেরা করতে পারবে। কোন ভয় ভীতি মনে নিয়ে করতে হবে না।

ব্যক্তিগত বিষয় : যেমন আপনি একটা পদ পদবীতে আছে আপনি রিকোয়েস্ট করলেন আমরা সে ক্ষেত্রে ঝাপিয়ে পড়লাম। এ ব্যাপারে আমাদের বিবেচনায় সেটি কোনভাবেই অগ্রাধিকার পাবে না। ব্যক্তিগত বিষয় আমরা দেখবো না। আমরা দেখবো সীতাকু-ের জন্য ভালো কোনটা সেটা দেখবো। অনেকেই ব্যক্তি কেন্দ্রিক সুবিধা পাওয়ার জন্য বলে দিলো আর হয়ে গেলো এমন কিছু আমরা করতে পারবো না। আমাদের কাছে ব্যক্তি, দল, কোন ধর্মের পার্থক্য নেই, দল মত নির্বিশেষে সবার জন্য আর্মি রয়েছে। এই আর্মি জনগণের আর্মি।
সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের গুজব আপনারা দেখবেন যেমন : বাজারে আলুর দাম ৪০ টাকা সেনাবাহিনী নির্ধারিত দাম বলে প্রচার করা হয় আসলে সেনাবাহিনীর এই ধরনের কোন নির্দেশনা দেওয়া হয় নি। আবার পজেটিভ গুজবও হতে পারে ।

মতামত এবং উদঘাটিত যে তথ্যাবলী দুটো আলাদা বিষয়। ব্যক্তিগত মত থাকতে পারে কিন্তু যেটা ফেক বা মিথ্যা সেটি তুলে ধরতে হবে। যাতে করে গুজব না ছড়ায়। তাই গুজব রোধে আমরা যার যার জায়গা থেকে সহযোগিতা করবো।

পুলিশের নিরাপত্তা : বেশ কিছু দিন ধরে সাধারন মানুষ পুলিশের সেবা থেকে বঞ্চিত রয়েছে। মানুষে যে সেবা গুলো পাওয়া কথা সেগুলো পাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে পুলিশে কিছুটা ইনসিকিউর (অরক্ষিত) রয়েছে তা আমাদের সবাইকে দুর করতে হবে। যদিও সীতাকু-ে কিছুটা কম দেখা গেছে। পুলিশের যারা রয়েছেন তারা শুক্রবার ১০ আগস্ট থেকেই যোগদান করা শুরু করেছেন। আমাদের ট্রাস্কফোর্স কমান্ডার বিগ্রেডিয়ার হাফিজ এসেছিলেন। তিনি পুলিশের সাথে কথা বলেছেন। তাদের মূল্যবান দাবীগুলো বলেছেন। এখন আমরা যদি তাদের সার্পোট করি তাহলে আমি নিশ্চিত যে পুলিশে এখানে তাদের সেবা চালু করতে পারবে। পুলিশে সেবা আসলে আমরা সেনাবাহিনীরা দিতে পারবো না। তাদের নির্ধারিত কিছু দায়িত্ব থাকে সে দায়িত্বে তারা অভিজ্ঞ। পুলিশ যে সেবা মানুষের জন্য করে তা আপনি আমি দিতে পারবো না। সে ক্ষেত্রে পুলিশ যত দ্রুত দায়িত্বে ফিরতে ততই সাধারন মানুষের জন্য ভালো। পুলিশের আস্বস্থ করার ক্ষেত্রে সাংবাদিকদের অবদান রয়েছে। কমিউনিটি পুলিশ যদি আমরা চালু করতে পারি যে না গ্রামে গ্রামে আমরা আর্মিদের পাশাপাশি নিজেরা নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করতে পারলে ভালো। নিজেদের মধ্যে কমিউনিটি পুলিশিং চালু করতে হবে। ব্যক্তি কিংবা সরকারি সম্পত্তি যেটা ধ্বংস হবে সেটি মেরামত করতে অনেক টাকা খরচ হবে। ধ্বংস আমাদের উদ্দেশ্য না। এ ক্ষেত্রে আমাদের কমিউনিটি পুলিশের মাধ্যমে আমরা একটি সিস্টেম দার করাতে পারি তাতে আমরাদের নিরাপত্তা ঝুকি অনেক কমে যায়।
অভিযোগের জন্য দুটি নম্বর দেওয়া হবে। ০১৭৬৯২৪২১৩২, ০১৭৬৯২৪২১৩৮ মোবাইল নম্বর দুটিতে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। এ ক্ষেত্রে ইউএন ও ওসিকে নিয়ে কাজ করতে হবে আমরা আপনাদের পাশে থাকবো। অভিযোগের একটি ছক আমরা দেবো যেমন : অভিযোগকারীর নাম: ফোন নম্বও : অভিযোগ কি : ঘটনাস্থলের নাম : ঘটনার সময় : যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম, ঠিকানা, পরিচয় সর্বশেষ ঘটনাস্থলের একটি গুগলের গ্রাফিক্স দিতে হবে। লোকেশন খুজে পাওয়া আমাদের জন্য যাতে সহজ হয়। কারন লোকেশন খুঁজতে গিয়ে আমরা যদি সময় নষ্ট করি তাহলে সেই সময়ে আরেকজন সেবাপ্রার্থী সেবা গ্রহণ থেকে বঞ্চিত হবে।

লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল মামুন শুধু সীতাকুণ্ড উপজেলা নয় মিরসরাই উপজেলার আর্মি ক্যাম্পের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন। সেনা অফিসারদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, সহ অধিনায়ক মেজর আনিস ও ক্যাপ্টেন এইচ এম তানভীর।

সভাপতির বক্তব্য রাখছেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারন সম্পাদক লিটন কুমার দৈনিক আজাদী) চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী (দৈনিক কালের কষ্ঠ ও দৈনিক পূর্ব কোণ)।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য সৈয়দ ফোরকান আবু দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন), সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এম হেদায়েত (সময়ের কাগজ, সহ সভাপতি মোঃ জহিরুল ইসলাম ( দৈনিক আমার দেশ ও দৈনিক আমার সংবাদ), সহ সাধারন সম্পাদক নাসির উদ্দিন অনিক (সুপ্রভাত বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক (দৈনিক মানবজমিন), অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল দৈনিক আজকের পত্রিকা), ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন (আজাদী ভিজ্যুয়াল মিডিয়া ও দৈনিক যায়যায়দিন), দপ্তর ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবুল খায়ের (দৈনিক সংবাদ সারাবেলা), সদস্য আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী দৈনিক আমাদের সময়), জাহাঙ্গীর আলম বিএসসি দৈনিক সংগ্রাম ও সীতাকু- টাইমস), মো. খাইরল ইসলাম ( জাতীয় অর্থনীতি ও খবরপত্র), মুহাম্মদ নজরুল ইসলাম ( দৈনিক নয়াদিগন্ত), তালুকদার নির্দেশ বড়ুয়া ( দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডে), কৃষ্ণ চন্দ্র দাস ( দৈনিক প্রথম আলো), মোঃ জাহাঙ্গীর আলম দৈনিক ভোরের পাতা ও দিনকাল), মোঃ হাকিম মোল্লা (দৈনিক খোলা কাগজ ও দৈনিক নয়াবাংলা), মোঃ জাহেদুল আনোয়ার চৌধুরী দৈনিক পূর্ব দেশ ও ডেইলি অবজারভার), মীর দিদারুল হোসেন টুটুল দৈনিক ইত্তেফাক), মোঃ দেলোয়ার হোসাইন খান দৈনিক সংবাদ), কামরুল ইসলাম দুলু দৈনিক ভোরের দর্পন ও সিপ্লাস টিভি), সাইদুল হক (মানবকণ্ঠ), , নন্দন রায় ( ভোরের কাগজ) ,সাইফুল ইসলাম রুবেল দৈনিক দেশরুপান্তর), সঞ্জয় চৌধুরী ( রেডিও সাগর গিরি ও আলোকিত সকাল), অশোক দাশ ( দৈনিক জনকণ্ঠ), এডভোকেট নাছির উদ্দিন দৈনিক মুক্ত খবর ও আজকের চট্টগ্রাম), এস এম ইকবাল হোসাইন( দৈনিক চট্টগ্রাম মঞ্চ ও কালবেলা),মোঃ বাবুল মিয়া ( দৈনিক একুশের বাণী), ইকবাল হোসেন রুবেল ( দৈনিক প্রতিদিনের সংবাদ)।

শেয়ার করুন