সীতাকুণ্ডের জনগণের বন্ধু আসলাম চৌধুরী এফসিএ

বক্তব্য রাখছেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কাজী সালাউদ্দিন

হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কাজী সালাউদ্দিন বলেছেন সীতাকুণ্ডে সংখ্যালঘুদের নিয়ে ষড়যন্ত্র চলবে না, আমরা পাশে থাকব । সীতাকু-ের জনগণের বন্ধু আসলাম চৌধুরী এফসিএ সাংবাদিকবান্ধ একজন মানুষ। তিনি সাদাকে সাদা কালো কে কালো বলার পক্ষে। সীতাকু-ে সাংবাদিকতায় কখনোই হস্তক্ষেপ করেন নি করবেনো না।
রবিবার সীতাকু প্রেস ক্লাব সাংবাদিকদের সঙ্গে সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা গুলো বলেন।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী মহিউদ্দিন, সালে আহমম্মদ, ইউসুফ নিজামী, জয়নার আবেদীন দুলাল, শামসুল আলম আজাদ, বদিউল আলম, মোঃ ইসমাইল, এডভোকেট আইনুল কামাল প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন