সূফী ঐক্য পরিষদ চট্টগ্রামের মানববন্ধনে সমন্বয়ক নেতৃবৃন্দ দেশের বিভিন্ন দরবার ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন

আজ ১২ আগস্ট সোমবার বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিশাল এক মানববন্ধনের সূফী ঐক্য পরিষদ চট্টগ্রামের সমন্বয়ক নেতৃবৃন্দ অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের কাছে ৪ দফা দাবি সম্বলিত বক্তব্য পেশ করেন।

দাবিগুলো হলো- সারাদেশের আলিয় কেরামের মাজার শরিফ, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বন্ধ করার দাবি, মাজার শরিফে হামলাকারী দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেমসহ ব্যক্তিদের জোরপূর্বক বের করে দেওয়া ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এছাড়া অন্যান্য উপাসনালয়ের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা এবং হামলাকারীদের গ্রেফতার পূর্বক শাস্তি দাবি করেন। সূফী ঐক্য পরিষদ চট্টগ্রামের সমন্বয়ক শাহজাদা সৈয়দ আবুল ফজল সাইফুল্লাহ সুলতান পুরী, শাহজাদা সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী, শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভা-ারী, শাহজাদা সৈয়দ ফখরুল ইসলাম রিজভী, শাহজাদা সৈয়দ আবুল মোস্তফা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরীর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন দরবারের পীরজাদা ও শাহজাদাগণ বক্তব্য রাখেন।

চট্টগ্রামের বিভিন্ন দরবারের ভক্ত ও অনুরাগীরা উপস্থিত হয়ে উল্লেখিত দাবিগুলো সরকারের কাছে পেশ করেন। চট্টগ্রামের বিভিন্ন দরবার শরিফ সমূহের ভক্তগণ উপস্থিত ছিলেন। তার মধ্যে স্বনামধন্য মাইজভা-ার দরবার শরিফ, সাতগাছিয়া দরবার শরিফ, আহ্লা দরবার শরিফ, হাফেজ নগর দরবার শরিফ, গোমদন্ডী দরবার শরিফ, সূখছড়ি দরবার শরিফ, আমির ভা-ার দরবার শরিফ, নূরিয়া বিষু দরবার শরিফ, হাওলা পুরী দরবার শরিফ, চরণদ্বীপ দরবার শরিফ, ফরহাদাবাদ দরবার শরিফ, সৈয়দ ভা-ার দরবার শরিফ, মনসুরাবাদ রহমানিয়া দরবার শরিফ, বোয়ালখালী রাহে ভা-ার দরবার শরিফ, খায়ের ভা-ার দরবার শরিফ, এয়াকুব ভা-ার দরবার শরিফ, পূর্ব বড়লিয়া দরবার শরিফ, আলামিন হাশেমিয়া দরবার শরিফ, দরবারে বারিয়া সহ চট্টগ্রামের আরো বিভিন্ন দরবার শরিফের শত শত ভক্তগণ এই মানববন্ধনে অংশ নেন।

শেয়ার করুন