ফটিকছড়িতে সম্প্রযুগের ঈদ পূনর্মিলনী

ফটিকছড়ির ঐতিহ্যবাহী সংগঠন সম্প্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) পাঠাগারের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি শহিদুল আলম শাহেদের সভাপতিত্বে ও সম্পাদক লোকমান হাকিম বাদশার  সঞ্চালনায় আজাদী বাজারস্থ সম্প্রযুগ কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুুষ্ঠিত হয়।

এতে উপস্থিত থেকে  মত বিনিময় করেন কার্য্যনির্বাহী প্রধান শফিউল আজম চৌধুরী, সাবেক সভাপতি শহিদুল ইসলাম শাহাদাৎ, মেজবাহ উদ্দীন আহমেদ সুজন,  লায়ন আবদুস ছালাম পিপুল, রাশেদ সরওয়ার চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী রায়হান মাহামুদ, পরিষদের জৈষ্ঠ্য সহ সভাপতি এস এম বশির, সহ-সভাপতি ডা. দিদারুল আলম, সহ সাধারণ সম্পাদক-মোঃ শাহাবুদ্দীন রকি, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ আইয়ুব আলী, সহ সাংগঠনিক সম্পাদক- মোঃ আমান উল­াহ, অর্থ সম্পাদক-মুহাম্মদ এনামুল হক মিন্টু, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- মোঃ বাবর উদ্দিন, সহ শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মহসীন কায়েস, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ ওসমান গণি, পাঠাগার সম্পাদক- মো: শাহজাহান, সহ পাঠাগার সম্পাদক- মো: রবিউল হোসেন সাগর, ক্রীড়া সম্পাদক- প্রিতম ধর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক-মাষ্টার মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক- সামশুল আলম, সহ-দপ্তর সম্পাদক-অঞ্জন কুমার শীল, বেলাল উদ্দীন, ফরহাদ করিম চৌধুরী, নজরুল ইসলাম, দিদারুল আলম প্রমুখ।

সভায় সম্প্রযুগকে সৌদি প্রবাসী সৈয়দ মোঃ জিয়াউল হক ধর্মপুর ইউনিয়নের বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে সহায়তায় নগদ ১০ (দশ হাজার) টাকা এবং পাঠাগারের দাতাসদস্য আজিম উদ্দিন মুন্না দুইজন মেধাবী শিক্ষার্থীর কলেজে ভর্তি ফি পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করায় সংগঠনের পক্ষে সভাপতি শহিদুল আলম শাহেদ  তাদেরকে ধন্যবাদ জানান।  সভায় মেধা বৃত্তি তহবিল গঠনের ব্যাপারে গঠনমূলক আলোচনা করা হয় এবং তহবিলের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

ফটিকছড়ির ধর্মপুরে বন্যাকবলিত মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান