কমিটি গঠনের প্রায় ৪ বছর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একইসাথে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, ১নং যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়ার দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) রাতে দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি বিলুপ্তের কথা জানানো হয়। একই চিঠিতে পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত দক্ষিণ জেলা বিএনপির নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলেও উল্লেখ করা হয়েছে। কমিটি বিলুপ্তির সত্যতা নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
প্রসঙ্গত, এস আলম গ্রুপের মালিকানাধীন ১৪টি বিলাসবহুল গাড়ি একটি ওয়্যারহাউস থেকে গত বৃহস্পতিবার একে একে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়ার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। গত শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়া বিএনপি নেতারা হলেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, ১নং যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া। তাদের ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়। ধারণা করা হচ্ছে, এ ঘটনার জের ধরে দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
২০১৯ সালের ২ অক্টোবর ৬৫ সদস্যের দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন এ কমিটিতে নগর বিএনপির তৎকালীন সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান আহ্বায়ক ও বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ খানকে সদস্য সচিব করা হয়েছিল। এছাড়া এ কমিটিতে আলী আব্বাসকে যুগ্ম আহ্বায়ক করা হয়। পরে তাকে বাদ দিয়ে ১নং যুগ্ম আহ্বায়ক করা হয় এনামুল হক এনামকে। এর আগে সর্বশেষ ২০১০ সালের ২০ মার্চ দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল। ওই কমিটিতে জাফরুল ইসলাম চৌধুরী সভাপতি ও অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক হন। পরবর্তীতে এ কমিটি নিয়ে দলের মধ্যে দ্বিধাবিভক্তি সৃষ্টি হলে ২০১১ সালের মাঝামাঝি সময়ে এ কমিটি পুনর্গঠন করা হয়। ১৫১ সদস্যের পুনর্গর্ঠিত কমিটিতে জাফরুল ইসলাম চৌধুরীকে সভাপতি বহাল রাখা হলেও সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন এর স্থলে পটিয়ার সাবেক এমপি গাজী শাহাজাহান জুয়েলকে নতুন সাধারণ সম্পাদক করা হয়। অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে করা হয় সিনিয়ন সহ সভাপতি। দুই বছর মেয়াদী এ কমিটির দীর্ঘ ৯ বছর পর ২০১৯ সালের ২ অক্টোবর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত