অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের বাৎসরিক বেল্ট প্রদান ও সম্মাননা অনুষ্ঠান

অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের বাৎসরিক বেল্ট প্রদান অনুষ্ঠানে কারাতেকাদের সাথে অতিথিরা।

হাটহাজারীস্থ অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের বাৎসরিক বেল্ট প্রদান, সার্টিফিকেট ও সম্মাননা অনুষ্ঠান-২০২৪ গত ১৪ সেপ্টেম্বর প্রফেসর সিহান অজয় দে’র সভাপতিত্বে হাটহাজারী প্রধান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট মোঃ মহসিন, উদ্বোধক ছিলেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল প্রধান উপদেষ্টা, অজয় ফিজিক্যাল স্কুল এন্ড কলেজ। প্রধান বক্তা ছিলেন মো: পারভেজ চৌধুরী, অতিথি ছিলেন সার্জেন্ট (অব:) এইচএম মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মো: আলী আকবর, চন্দন বিশ্বাস, কারাতে রেফারি মোঃ আবদুল হান্নান কাজল, কারাতে প্রশিক্ষক মো: নাছির উদ্দিন নাসিম, মোঃ ইউনুস গাজী।

অনুষ্ঠান শেষে কারাতেকাদের বিভিন্ন বেল্ট প্রদান করা হয়।

 

শেয়ার করুন