
কুতুবদিয়া মগনামা ঘাট পারাপার বৈষম্যমুক্ত ও নৈরাজ্য বন্ধ করে সরকারি বিধি মোতাবেক ঘাট পরিচালনার দাবিতে কুতুবদিয়া ছা্ত্র – জনতা সাংবাদিক সম্মেলন করে গত ১৪ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে।
তাদের লিখিত বক্তব্যে বলা হয়, ঘাটে টিকিট সিস্টেম চালু, জোট ভাড়ার নামে দুইদিকে অতিরিক্ত ৫+৫ টাকা বাদ দিতে হবে। ঘাট ইজারাদারদের ছবিসহ মূল্য তালিকা সকল জেটিতে জনগণের দুষ্টিগোচর হয় মতো জায়গাতে লটকিয়ে রাখতে হবে। গাম বোট ভাড়া জনপ্রতি ২৫ টাকা, স্পীড বোট ভাড়া ৬০ টাকা, এবং প্রতিদিন সকাল সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত বোট চালু রাখতে হবে। রির্জাভ ভাড়া ছোট স্পীড বোট ৫০০ টাকা, বড় স্পীড বোট ৭০০ টাকা, ডেনিস বোট ৯০০ টাকা করতে হবে। ফিটনেস বিহীন বোট তুলে ফেলতে হবে। রোগী এবং প্রতিবন্ধিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে সহ অনেক দাবি তারা উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া ছা্ত্র – জনতার নেতৃবৃন্দ।