
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার বদলা কীভাবে নেওয়া হবে এবং কখন ইসরাইলকে প্রতিক্রিয়া জানাবে তা নির্ধারণ করবে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আলজাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট একথা বলেন।
মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসরাইলি শাসকরা শাসন ক্ষমতা রক্ষা এবং নিজের অস্তিত্ব অব্যাহত রাখতে পশ্চিম এশিয়া অঞ্চলে যুদ্ধ সম্প্রসারণ করতে চায়। তবে ইসরাইল গাজায় তার লক্ষ্য অর্জন করতে পারেনি এবং হামাসকে ধ্বংস করতে পারেনি। বরং ইসরাইল যা করেছে তা হচ্ছে একটি সম্পূর্ণ শহর ধ্বংস করা এবং মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করা।
তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে যে সংকটে আছেন তা থেকে রাজনৈতিকভাবে বাঁচার চেষ্টা করছেন। ইসরাইল যুদ্ধের পরিধি সম্প্রসারণ করে ক্ষতিগ্রস্ত হবে কারণ এটি মিথ্যা মানবিক মূল্যবোধের সমর্থন পেয়েছে।
ইরানের প্রেসিডেন্ট ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা বলেও অভিহিত করেন। যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশের ইসরাইলের অপরাধের প্রতি সমর্থনকে নিন্দা করেছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত