চার দশকেরও বেশি সময় পর বুধবার প্রশান্ত মহাসাগরে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে চীন। চীনের পক্ষ বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোকে জানিয়েই এই পরীক্ষা চালিয়েছে তারা। তবে জাপানের দাবি, এ বিষয়ে তাদের কিছুই জানায়নি চীন।
চীনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন প্রতিবেশী দেশগুলো। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে তারা।
আন্তর্জাতিক পানিসীমায় আইসিবিএম নিক্ষেপ করা নিয়ে চীন বলেছে, এটি একটি ‘নিয়মিত’ পরীক্ষা এবং কোনো দেশ বা লক্ষ্যবস্তুকে টার্গেট করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়নি।
আইসিবিএম দিয়ে ‘পাঁচ হাজার পাঁচশ’ কিলোমিটারের চেয়ে বেশি দূরত্বে আঘাত করা যায় বলে ধারণা করা হচ্ছে। যা সত্যি হলে চীন তার ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে। সে কারণেই উদ্বিগ্ন চীনের প্রতিবেশী দেশগুলো।