রাসলের আদর্শ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে -সীতাকুণ্ডে আনোয়ার সিদ্দিক চৌধুরী

সীতাকুণ্ড কুমিরা কাজিপারা আদর্শ ইসলামী পাঠাগার ও এলাকাবাসীর আয়োজনে ২৭সেপ্টেম্বর বিকালে কাজি পাড়া জামে মসজিদে এক মিলাদুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আরবী বিভগের চেয়ারম্যান ডঃ মোঃ মাহামুদুল হাসান। তিনি বলেন আমাদের সমাজকে কোরআনের আলোকে সাজাতে হবে। পারিবারিক জীবনে কোরআন হাদীসের প্রতিফলন ঘটাতে হবে তবেই দেশে কোরআনের রাজত্ব কায়েম হবে।
বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সিনেট সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক মোঃ আনোয়ার সিদ্দিক চৌধুরী। তিনি বলেন আমাদেরকে কুরআনের জ্ঞানে শিক্ষিত হতে হবে। কুরআনকে বুঝতে হবে। এইদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আজ দেশে জামায়েতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবির সৎ ও যোগ্য লোক তেরী করতে নিরলস কাজ করে যাচ্ছে।
লিয়াকত আলী লিকন ও এজাহার মিয়া সঞ্চালনে অনুষ্ঠিত মাহফিলে কুরআন হাদিসের আলোকে আলোচনা রাখেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসাইন,কোর্টপাড়া জামে মসজিদের খতিব এইচএম আব্দুল আল মামুন, কাজি পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ অলিউজ্জামা প্রমুখ।

শেয়ার করুন