
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সদস্য যীশু রায় চৌধুরী ও বিশু রায় চৌধুরীর পিতা শ্রীপদ রায় চৌধুরীর (৯৬) মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংগঠনের নেতৃবৃন্দ।
সিইউজের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে শ্রীপদ রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, সোমবার ১৪ অক্টোবর) সকাল ৯টায় বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনীস্থ গ্রামের বাড়িতে পরলোকগমন করেন। শ্রীপদ রায় চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি দুই পুত্র, তিন কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে যান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত