
নগরীর ১২ নং সরাইপাড়ায় দারুন্নাজাত হিফয, মডেল ও গার্লস মাদরাসা’র যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দ.) মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৫ অক্টোবর মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
এতে প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসা’র প্রধান মুহাদ্দিস আল্লামা এনামুল হক শিকদার (মা.যি.আ.)। প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন উপস্থাপনা অত্যন্ত আগ্রহ সহকারে পর্যবেক্ষণ করেন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে পুরস্কার পাওয়ায় সন্তোষ প্রকাশ করে এসব শিক্ষা সহায়ক কর্মকা- অব্যাহত রাখার অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্জ ফয়েজ আহমেদ মোল্লা, পদ্মপুকুর পাড় জামে মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ নূরী, সমাজ সেবক নূর আহমেদ গুড্ডু, মুহাম্মাদ মূসা, খাজা আলা উদ্দীন, এস এম দিদারুল হক, আলহাজ্জ আবু তাহের, আশরাফ খাঁন, মুহাম্মাদ বাবুল, মুহাম্মাদ আলম প্রমূখ।
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর মাওলানা আরিফ বিল্লাহ ও শফিক রাব্বির সঞ্চালনায় এতে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক মন্ডলি, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনমুগ্ধকর ক্বিরাত, হাম্দ, না’ত, আরবি-ইংরেজি কথপোথন ও বক্তৃতায় উপস্থিত দর্শক-শ্রোতা উচ্ছাস প্রকাশ করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাঁর সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদেরকে বছরব্যাপী চিত্রাংকন,ক্রীড়া, বক্তৃতা, বির্তক ও ইসলামিক সাংস্কৃতিক সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহনকারী শিক্ষার্থীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতার জন্য তিনি শিক্ষকমন্ডলি ও অভিভাবকদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।
শেষে মিলাদ দোয়া-মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।