
হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)’র প্রতিষ্ঠাতা সদস্য ও প্রোগ্রাম অফিসার সীতাকুণ্ড পৌরসভার ৭ নং ওয়ার্ড আমিরাবাদ এলাকার আবুল হোসেন সওদাগর বাড়ির নিবাসী মরহুম মনিরুজ্জামানের তৃতীয় সন্তান মো: আনিছুল হক (৫৭) হৃদরোগে আক্রান্ত ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৪ ) বিকাল ৪.৩০মিনিটের দিকে নগরীর মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় হাসান গোমস্তা মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজে নামাজা শেষে হাসান গোমস্তা কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইপসা পরিবারের শোক প্রকাশ : ইপসার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রোগ্রাম অফিসার, সংগঠনের প্রতি নিবেদিতপ্রাণ, ত্যাগী, অক্লান্ত পরিশ্রমী মো: আনিছুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইপসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান। এক শোক বার্তায় তিনি ইপসা পরিবারের পক্ষ থেকে মরহুম এর আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।