নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে হাতহত ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড় ধসে এবং মাটির দেয়াল চাপায় চেমনা খাতুন (৪৫) নামে এক গৃহিনীর মৃত্যু হয়েছে।  এ সময় আহত হয়েছে নিহতের কন্যা আমেনা খাতুন (১৩)।

বুধবার (৫ জলাই) সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের আজু খাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘুমধুমের বাসিন্দা আঃ রহিম জানান, টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটির ধ্বস নামে।  মাটির তৈরী গুদাম ঘরের উপর পাহাড় ধসের মাটি পড়লে ঘরের দেয়াল ভেঙ্গে মাটি চাপা পড়ে চেমনা খাতুন (৪৫) ও তার কন্যা আমেনা খাতুন (১৩)।  স্থানীয় লোকজন আমেনা খাতুনকে আহত অবস্থায় উদ্ধার করলেও চেমনা খাতুন ঘটনাস্থলে মারা যায়।  পরে আহত আমেনা খাতুনকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে টানা বর্ষণের ফলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়।  ভারী বর্ষণ না হওয়ায় নাইক্ষ্যংছড়ি সদরস্থ ৩১ বিজিবি ব্যাটালিয়ন সদরসহ আশেপাশের এলাকা থেকে পানি নামছে।  তবে বেশ কিছু এলাকার নিন্মাঞ্চলের মানুষ এখনো পানি বন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।  ভারী বর্ষণের ফলে ব্যাপক ভাবে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।  এতে বেশ কয়েকটি বাড়ীঘর বিধ্বস্ত হয়েছে।  প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এস.এম সরওয়ার কামাল জানান, টানা বষর্ণে ও পাহাড়ি ঢলে নাইক্ষ্যংছড়িতে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।  জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক পাহাড় ধসে নিহত পরিবারকে তাৎক্ষনিক ভাবে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন।