[caption id="attachment_92058" align="aligncenter" width="640"] চট্টগ্রামে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে 'দক্ষিণ আফ্রিকার ওপেনার ব্যাটসম্যান' ডি জর্জির প্রথম টেস্ট সেঞ্চুরি - আব্দুল হান্নান[/caption]
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১০৩ বলে ৬৯ রানের সূচনা করে দক্ষিণ আফ্রিকা। অবশ্য দলীয় ২৫ রানে ভাঙতে পারতো প্রোটিয়াদের উদ্বোধনী জুটি।
ইনিংসের সপ্তম ওভারে বাংলাদেশ পেসার হাসান মাহমুদের প্রথম বলে দক্ষিণ আফ্রিকার ওপেনার জর্জির ক্যাচ ধরতে পারেননি অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। তখন জর্জির নামের পাশে ৬ রান ছিলো।
অবশেষে ১৮তম ওভারে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। উইকেট ছেড়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে নেন অধিনায়ক আইডেন মার্করাম। মিড অনে সহজ ক্যাচ নেন মোমিনুল হক। ২টি চারে ৫৫ বলে ৩৩ রান করেন মার্করাম।
এরপর ট্রিস্টান স্টাবসকে নিয়ে দক্ষিণ আফ্রিকার রানের চাকা ঘুড়িয়েছেন জর্জি। দ্বিতীয় উইকেটে ১৩৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে চা-বিরতিতে যান জর্জি ও স্টাবস। এই জুটিতেই ৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান জর্জি।
৮টি চার ও ২টি ছক্কায় ১৫২ বলে জর্জি ১০১ রানে এবং ৩টি চার ও ১টি ছক্কায় স্টাবস ৬৫ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের তাইজুল ৭০ রানে ১ উইকেট নিয়েছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত