
খুলনা বিভাগীয় কারাতে প্রতিযোগিতাতে গাজী মোহাম্মদ ফারহান ২৫ কেজি ক্যাটাগরিতে কুমিতে ( ফাইট ) রৌপ্য পদক লাভ করে সাফল্য বয়ে এনেছেন বাংলাদেশে বৃহত্তম কারাতে সংগঠন গাজী কারাতে ক্লাবের কারাতেকা হয়ে।
বাংলাদেশে মার্শালআর্ট কনফেডারেশন ও বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ১ নভেম্বর ২০২৪’ শুক্রবার অনুষ্ঠিত দিনব্যাপী উক্ত কারাতে প্রতিযোগিতা শেষে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাজী মোহাম্মদ ফারহানের গলায় রৌপ্য পদক পরিয়ে দেন আন্তর্জাতিক কারাতে রেফারি ও প্রশিক্ষক শিহান মোঃ মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য যে গাজী মোহাম্মদ ফারহান বাংলাদেশে অনুষ্ঠিত বিভিন্ন কারাতে প্রতিযোগিতায় অসংখ্যবার বিভিন্ন পদক অর্জন করেন।