প্রতিদিনের মতো সকালে কেউ গরুকে ঘাস দিচ্ছে কেউ মুরগীর যতœ নিচ্ছে। এসময় দানব আকৃতির একটি স্কেভেটর এসে চোখের পলকে সব মাটির সাথে মিশিয়ে দিল। সীতাকু- পৌরসভাধীন ইকোপার্ক এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বাবুল সাংবাদিকদের কাছে পেয়ে অভিযোগগুলো করছিলেন।
গত শনিবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত শফিউল আলমের নেতৃত্বে ৭০/৮০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ এ হামলা চালায়।
দিনে দুপুরে এমন জবর দখল দেখে এলাকাবাসীর মধ্যে ভীতি কাজ করছে। ভুক্তভোগী শহিদুল ইসলাম বাবুল ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ এসকান্দর মিয়া প্রকাশ কানুর গরুর খামার ও মুরগির খামারে একটি সন্ত্রাসী গ্রুপ হামলা চালায়। এসময় এস্কেভেটর দিয়ে সম্পূর্ণ ভেঙে তছনছ করে দেয়। তারা ফার্মের আশপাশে বিভিন্ন প্রজাতির বড় বড় মূল্যবান গাছ গুলো কেটে ফেলে। বড় বড় ইউকালেক্টর, গর্জন, সেগুন, আকাশি, মেহগুনি, গামারি, আম ও নারকেল গাছগুলোর মধ্যে অধিকাংশ মূল্যবান গাছ গাড়িতে করে নিয়ে যায়। সন্ত্রাসীরা ধ্বংসযজ্ঞ চালানোর আগে ফার্মের আশপাশের ভাড়াটিয়াদের ে জোরপূর্বক তাড়িয়ে দেয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা। সন্ত্রাসীদের ধ্বংসযজ্ঞ চালানোর শেষে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই জায়গার কিছু অংশ নিয়ে ২০২০ সাল থেকে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এদিকে এসকান্দরের ভাই ক্ষতিগ্রস্থ জামায়াত সমর্থক শহিদুল ইসলাম বাবুল বলেন, সোহেল নামের একজনের ইন্ধনে সন্ত্রাসীদেরকে ভাড়া করে এমন হীন কর্মকা- ঘটানো হয়েছে। এদিকে অভিযুক্ত শফিউল আলমের কাছে জানতে মোবাইল করলে তিনি ও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে সীতাকু- মডেল থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, আমি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠাই এবং যারা এই অপকর্মগুলো করে তারা পালিয়ে যায়। অভিযোগ দিলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত