
সীতাকুণ্ডে প্রেম নিবেদন প্রত্যাখান করায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী যুবক তারেক আজিজ (২০) এ ঘটনার প্রতিকার চেয়ে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কেয়া (ছদœনাম) নামে এক কিশোরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ (নং ১৭৭৬) দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মধ্যম ভাটেরখীলের তারেক আজিজকে একই এলাকার কেয়া (১৭) নামে এক কিশোরী প্রেম নিবেদন করে আসছিলেন। তারেকের পিতা কামাল জানান, আমর ছেলে তা প্রত্যাখান করলে মেয়েটিকে বিয়ে করতে তার পিতা চাপ দিতে থাকেন। আমরা তাদের প্রস্তাবে রাজি না হলে গত ১৯ অক্টোবর সীতাকু- থানায় মেয়েটি বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেন (নং ১৮)।
তারেক জানান, মেয়েটির সাথে আমার এক বছর আগে যোগাযোগ থাকলেও আমি একটি ধর্মীয় প্রতিষ্ঠানে চাকুরী নেয়ার পর তার সাথে আমার কোন যোগাযোগ নেই।
কিশোরীর পিতা জামাল উদ্দিন বলেন, তারেক আমার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সে আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ফিজিকেলি সম্পর্ক করে। পরে বিষয়টি আমি জানতে পেরে মানষিকভাবে ভেঙ্গে পড়ি। বিষয়টি সামাজিকভাবে সমাধান করার চেষ্টা করে ব্যার্থ হয়ে এর প্রতিকার চেয়ে থানায় মামলা করি।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন, মামলার আলোকে আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।