গত ১৫ বছরে নির্দিষ্ট কিছু গোষ্ঠী ও পরিবারের কাছে জিম্মি হয়ে পড়েছিল পুরো দেশের রাজনীতি এবং অর্থনীতি। সর্বত্র দুর্নীতি, দুঃশাসন ও বিচারহীনতার প্রভাব পড়েছে পুঁজিবাজারে।
শনিবার ঢাকা ক্লাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
আলোচনার বিষয় ছিল ‘পুঁজিবাজার বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ পরিকল্পনা’। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।
ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুদ্দিনের সঞ্চালনায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য রাখেন। তাদের মতে, বাজারে সংস্কারে চারটি বিষয় গুরুত্বপূর্ণ। এগুলো হলো- সদিচ্ছা, জ্ঞান, চাপমুক্ত থাকা এবং গুণগতমানের নেতৃত্ব। এ সময়ে বর্তমান কমিশনের নেতৃত্বের গুণগতমান নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ।
মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারের এই আজকের পরিস্থিতি কারণ দুর্নীতি ও অদক্ষতা। দেশের সামগ্রিক অর্থনীতি এবং রাজনীতির একটি প্রতিচ্ছবি পুঁজিবাজার। এটি বিচ্ছিন্ন দ্বীপ নয়। অন্যান্য খাতে দুর্নীতি, বিচারহীনতা, অদক্ষতা ও ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুঁজিবাজারে তার প্রভাব পড়েছে। অনেকে মনে করেন এক রাতে এখান থেকে বড়লোক হওয়া যাবে। তাদের বাজার সম্পর্কে বুঝাতে আমরা ব্যর্থ হয়েছি। নিয়ন্ত্রক সংস্থা নিজেও ওই প্রতিযোগিতায় নেমেছিল।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত