[caption id="attachment_92162" align="aligncenter" width="640"]
তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে উদ্বুদ্ধ করতে কর্মশালায় অতিথিরা -আব্দুল হান্নান ( কাজল )[/caption]
তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে উদ্বুদ্ধ করতে কর্মশালা শনিবার ( ৯ নভেম্বর ২০২৪) চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটের গ্যালারি হলে উদ্যোক্তা কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটির আয়োজক ছিলেন ইকো ফ্রেন্ড বাংলাদেশ লিঃ এর ম্যানেজিং পার্টনার ও সিইও জিয়াউল হাসান। কর্মশালার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন র্যাংস ফিশারিজ লিঃ এর সাবেক সিইও সাজিদ বিন সোলাইমান। হেয়ার ড্রেসিং বিশেষজ্ঞ মোঃ ইব্রাহিম. হাউজ অফ হারমনি ম্যানেজিং ডাইরেক্টর মিজানুর রহমান।
কর্মশালায় বক্তরা বলেন এটি একটি স্বপ্রনোদিত উদ্যোগ, যার লক্ষ্য তরুণদের উদ্যোক্তা হওয়ার প্রেরণা দেওয়া এবং তাদের ব্যবসায়িক চিন্তা-ধারা সম্পর্কে সঠিক দিকনির্দেশনা প্রদান করা। আমরা আশা করছি এই কর্মশালা ভবিষ্যতে একটি শক্তিশালী উদ্যোক্তা সম্প্রদায় গড়ে তোলার জন্য ভূমিকা রাখবে।
এসময় আরো উপস্থিত ছিলেন কাজী তাওকীর জাহিন,ফখরুল আলম বিটুসহ প্রমূখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত